
মনির হোসেন,টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের কালিহাতীতে শহীদ শফি সিদ্দিকী হত্যা মামলার যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামী রোকনুজ্জামান স্বপনকে গ্রেফতার করেছে কালিহাতী থানা পুলিশ। শহীদ শফি সিদ্দিকী ৯০ দশকের জেলা ছাত্রলীগের সহ-সম্পাদক ছিলেন।
বুধবার(১২ ফেব্রুয়ারী) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে রোকনুজ্জামান স্বপনকে গ্রেফতার করে কালিহাতী থানা পুলিশ।
গ্রেফতারকৃত রোকনুজ্জামান স্বপন উপজেলার বাংড়া ইউনিয়নের পুরুলী মাইজবাড়ী গ্রামের মৃত খোরশেদ আলম খানের ছেলে।
এ বিষয়ে কালিহাতী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আবুল কালাম ভূঁইয়া জানান,গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শফি সিদ্দিকী হত্যা মামলার যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্ত আসামী রোকনুজ্জামান স্বপনকে গ্রেফতার করা হয়েছে।
উল্লেখ্য, ১৯৯৫ সালে পাথালিয়া হাই স্কুল মাঠ প্রাঙ্গনে টাঙ্গাইল জেলা ছাত্রলীগের কর্মী সভা চলাকালে ১।আসামী রোকনুজ্জামান স্বপন, ২। আসামী শাহাদৎ হোসেন নান্নু মিয়া,৩। আসামী খলিল মিয়া সহ অজ্ঞ্যাত আনুমানিক ৫০/৬০ জন হামলা করে শফি সিদ্দিকীকে ছুরিকাঘাত করে। ১।আসামী রোকনুজ্জামান স্বপন নিজ হাতে ডেগার দিয়ে পিছন থেকে আঘাত করেন। ঘটনাস্থল থেকে হাসপাতালে নেয়ার পর ডাক্তার শফি সিদ্দিকীকে মৃত ঘোষনা করে। এরপর মামলা চলমান থাকাবস্থায় ২০০৪ সালে নিন্ম আদালত সকল আসামীকে বেকসুর খালাস দিলে উচ্চ আদালতে আপিল করে রাষ্ট্রপক্ষ। উচ্চ আদালত দীর্ঘ শুনানী শেষে রোকনুজ্জামান স্বপন কোন ভাবেই খালাস পেতে পারে না মর্মে নিম্ন আদালতকে পুনরায় বিচার করার জন্য রায় দেন। সে মোতাবেক গত ৩রা নভেম্বর ২০২৪ ইং তারিখে রায় ঘোষনা হয়। শফি সিদ্দিকী হত্যা মামলাটি দীর্ঘ ২৯ বছর ধরে লড়ার পর, অবশেষে ৩রা নভেম্বর ২০২৪ তারিখে রায় হয়। রায়ে আসামী রোকনুজ্জামান স্বপন এর যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড হয়।