কালিহাতীতে ১৫৭ পূজা মন্ডপে সরকারি অনুদান বিতরণ

মনির হোসেন,টাঙ্গাইল প্রতিনিধি: সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দূর্গাপূজা উদযাপন উপলক্ষে টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় আইনশৃঙ্খলা সংক্রান্ত বিশেষ সভা ও ১৫৭টি পূজা মন্ডপ সমূহের অনুকূলে সরকারি অনুদান জিআর ৭৮.৫০০ মেট্রিক টন চালের ডিও বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (৩ অক্টোবর) দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে এবং দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে উপজেলা পরিষদ হল রুমে প্রতিটি পূজা মন্ডপে ৫০০ কেজি করে জিআর চালের অনুদানের ডিও বিতরণ করা হয়।

আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাত হুসেইনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সেনাবাহিনীর মেজর মেহেদী হাসান, বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগ ) বেনজির আহমেদ টিটো, কালিহাতী সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ সিফাত বিন সাদেক, কালিহাতী থানার ওসি মোহাম্মদ আবুল কালাম ভুইঞা, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ডা. গণেশ চন্দ্র সাহা, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি গোবিন্দ চন্দ্র সাহা সহ বিভিন্ন পূজা মন্ডপের নেতৃবৃন্দ।

এসময় উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক পরিতোষ সেনসহ বিএনপি ও পূজা উদযাপন পরিষদের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগ) বেনজির আহমেদ টিটোর পক্ষ থেকে তাৎক্ষণিক পূজারীদের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট এক লাখ টাকা প্রদান করেন।

আরও পড়ুন...