মনির হোসেন,টাঙ্গাইল: টাঙ্গাইলের কালিহাতী প্রেসক্লাবের দ্বি-বার্ষিক কার্যকরী পরিষদের মেয়াদ পূর্ণ হওয়ায় কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে প্রেসক্লাব কার্যালয়ে সভাপতি শাহ আলমের সভাপতিত্বে কার্যকরী পরিষদের এক সভা শেষে তিনি এ কমিটির বিলুপ্তি ঘোষণা করেন।
সভা পরিচালনা করেন সাধারন সম্পাদক দাশ পবিত্র। সভায় প্রেসক্লাবের সাবেক সভাপতি ও কার্যকরী সদস্য রঞ্জন কৃষ্ণ পন্ডিতকে প্রধান করে কামরুল হাসান মিয়া ও আতোয়ার রহমানকে সদস্য করে তিন সদস্য বিশিষ্ঠ এডহক কমিটি গঠন করা হয়েছে। গঠনতন্ত্র মোতাবেক অতি দ্রুত এরা নির্বাচন আয়োজনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবেন।
সভায় উপস্থিত ছিলেন বিলুপ্ত কমিটির সহ-সভাপতি মীর আনোয়ার হোসেন, তারেক আহমেদ, যুগ্ম-সম্পাদক সোহেল রানা, কোষাধ্যক্ষ মেহেদী হাসান চৌধুরী, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক আনিছুর রহমান শেলী, ক্রীড়া সম্পাদক সুমন চন্দ্র ঘোষ, দপ্তর সম্পাদক মনির হোসেন, কার্যকরী সদস্য রঞ্জন কৃষ্ণ পন্ডিত, কামরুল হাসান মিয়া ও কামরুল হাসান।