কালিয়াকৈরে চেক, গাছের চারা বিতরণ

ফজলে রাব্বি, কালিয়াকৈর(গাজীপুর): গাজীপুরের কালিয়াকৈরে বিআরডিবি’র উদ্যোগে বুধবার দুপুরে দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। এছাড়া মত বিনিময় সভা, উঠান বৈঠক করা হয়। এ সময় প্রশিক্ষণার্থী ও বিআরডিবি’র সদস্যদের মাঝে কমিশনের চেক, ঋণ, গাছের চারা ও ছাতা বিতরণ করা হয়েছে।
দুপুরে কালিয়াকৈর উপজেলা বিআরডিবি’র হল রুমে দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ শেষে ৩০ জন প্রশিক্ষণার্থীদের মধ্যে একটি করে ছাতা বিতরণ করা হয়। এরপর বিআরডিবি’র কর্মকর্তা-কর্মচারীদের মত বিনিময় সভা শেষে উপজেলার লতিফপুর এলাকায় মহিলা সমবায় সমিতি লিমিটেডের সঙ্গে উঠান বেঠক করা হয়েছে।

এছাড়া কমিশনের চেক, ঋণ ও গাছের চারা বিতরণ অনুষ্ঠান করা হয়। এ অনুষ্ঠানে ৩৭ জন সদস্যকে ১ লাখ ৪৮ হাজার টাকা কমিশন চেক, ১৫ জন সদস্যদের মধ্যে ৫ লাখ ৯০ হাজার টাকা ঋণের চেক ও ১ হাজার সদস্যদের মধ্যে ৫ হাজার বিভিন্ন গাছের চারা বিতরণ করা হয়েছে। এসব অনুষ্ঠানে বক্তব্য রাখেন- ঢাকা বিআরডিবি পরিচালক (পরিকল্পনা) যুগ্ন সচিব এস এম মাসুদুর রহমান, গাজীপুর বিআরডিবি’র উপপরিচালক এস এম সোলাইমান হোসেন, কালিয়াকৈর বিআরডিবি কর্মকর্তা আব্দুস সাত্তারসহ আরো অনেকে।

পিবিএ/এসডি

আরও পড়ুন...