ফজলে রাব্বি, কালিয়াকৈর (গাজীপুর): গাজীপুরের কালিয়াকৈরে একটি ঝুটে গুদামে আগুন লেগে পুড়ে গেছে বিপুল পরিমাণ ঝুটের মালামাল। মঙ্গলবার রাতে উপজেলার পূর্বচান্দরা জালাল টেক্সটাইল গেট এলাকায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে । প্রায় দুই ঘন্টার চেষ্টায় কালিয়াকৈর ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে ।
ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানান, মঙ্গলবার রাত ১০টার দিকে স্থানীয় ঝুট ব্যবসায়ী নিজামের ঝুট গুদামে আগুন লাগে । খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট প্রায় দুইঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে । তবে, তাৎক্ষনিক ভাবে আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি ।
কালিয়াকৈর ফায়ার সার্ভিসের ষ্টেশন কর্মকর্তা কবিরুল আলম জানান, খবর পেয়ে দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌছে প্রায় দুই ঘন্টার চেষ্টায় রাত ১২ টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় । এতে প্রায় ২লক্ষ্য টাকার ক্ষয়ক্ষতি হয়। আগুন লাগার কারণ নিশ্চিত হওয়া যায়নি।
পিবিএ/এসডি