ফজলে রাব্বি, কালিয়াকৈর(গাজীপুর): সারা দেশের মতো গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে উপজেলা প্রশাসন ও বন বিভাগের উদ্যোগে বৃহস্পতিবার দুপুরে উপজেলা চত্বরে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কাযক্রমের উদ্বোধন করা হয়েছে।
সারাদেশে এক কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে কালিয়াকৈর উপজেলার ২০হাজার ৩শত ২৫টি বিভিন্ন প্রজাতির চারা রোপন ও চারা বিতরণের কাযক্রমের উদ্ভোধন করা হয়।
বৃক্ষরোপনে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী হাফিজুল আমিন, চন্দ্রা বিট কর্মকর্তা মঞ্জুরুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পিবিএ/এসডি