ফজলে রাব্বি, কালিয়াকৈর (গাজীপুর): সারাদেশের ন্যায় গাজীপুরের কালিয়াকৈরে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা চত্বরে শনিবার সকালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী পালিত হয়েছে। অনুষ্ঠানের মধ্যে ছিল জাতীয় পতাকা অর্ধনির্মিত,উপজেলার শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পন,দোয়া মাহফিল,ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে । অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কালিয়াকৈর উপজেলার নির্বাহী কাজী হাফিজুল আমিন। এ সময় বক্তব্য রাখেন, কালিয়াকৈর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল উদ্দিন সিকদার,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সেলিম আজাদ, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জায়েদা নাসরিন, কালিয়াকৈর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আদনান চৌধুরী উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. সাত্তার উপলেজা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো.আহম্মদ আল রেজা মামুনসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
পিবিএ/এসডি