কালিয়াকৈর খামারে মাছের মরক, অর্ধকোটি টাকার ক্ষতি

পিবিএ,কালিয়াকৈর (গাজীপুর): গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চাবাগান এলাকায় জনতা মৎস খামারসহ ৩টি খামারে ব্যাপক আকারে মাছের মরক দেখা দিয়েছে। শনিবার রাত ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সময়ে জনতা,পুবালী ও কোরের খামারসহ ৩টি খামারে প্রায় এক হাজার মন মাছ মারা গেছে। মারা যাওয়া মাছের মুল্য প্রায় ৪৫ লক্ষ টাকা হবে। শনিবার সরেজমিনে জনতা ও পুবালী খামারে গিয়ে দেখা যায় থাই তেলাপিয়া মাছ ব্যাপক আকারে মারা যাচ্ছে।

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চাবাগান এলাকায় জনতা মৎস খামারসহ ৩টি খামারে ব্যাপক আকারে মাছের মরক দেখা দিয়েছে
কালিয়াকৈর খামারে মাছের মরক

স্থানীয়রা খাওয়ার জন্য মাছ তোলে বস্তাসহ নানা ভাবে নিয়ে যাচ্ছে । একেকটি মাছের ওজন প্রায় এক কেজি থেকে আড়াই কেজি হবে। এব্যাপারে খামার মালিক রহম আলী বেপারী পিবিএকে জানায় তার ৪টি খামারে একদিনে প্রায় এক হাজার মণ মাছ মারা গেছে। মাছের দাম প্রতি কেজি ১শত ত্রিশ টাকা দর হলেও মারা যাওয়া মাছে মুল্য প্রায় ৪ থেকে ৫০লাখ টাকা হবে। তিনি উল্লেখ করেন উপজেলা মৎস কর্মকর্তা বা জেলা মৎস কর্মকর্তা যদি তাকে পরামর্শ দিয়ে সহযোগীতা করতো তা হলে হয়তো তার এতবড় ক্ষতি হতো না। এত মাছ মারা যাওয়ায় তিনি কিছুটা অস্বাভাবিক অবস্থায় রয়েছেন।

এব্যাপারে কালিয়াকৈর উপজেলা মৎস কর্মকর্তা উম্মে ফারা তাজকিরা পিবিএকে জানাণ, অতিরিক্ত গরমের মাছ মারা যেতে পারে। তবে খামারের পানি পরিবর্তন করে মাছের মরক দ্রুত বন্ধ করা যেতে পারে। খামারীরা তাদের সাথে এবিষয়ে কোন প্রকার যোগযোগ করেনি। তবে সরেজমিনে পরিদর্শন করে মাছের মরক বন্ধের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

পিবিএ/এফআর/আরআই

আরও পড়ুন...