পিবিএ, কালিয়াকৈর : গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সাহেবাবাদ এলাকায় গতকাল রাতে মুদি দোকানীকে মারপিটের ঘটনা ঘটেছে।
রানা, আসিকসহ এক দল যুবক দোকানের ক্যাশ ভেঙ্গে নগদ ৭২ হাজার টাকা ও মালামাল লুট করে।
এসময় আ.আলীম দোকানের মালিক বাধা প্রদান করলে ছুরিকাঘাতে সে গুরত্বর আহত হয়।
অভিযোগ সূত্রে জানা যায়,প্রতিদিনের মত গতকাল রাতে আ.আলীম বাড়ী থেকে খাবার খেয়ে দোকানে শুতে যায়। আগে থেকে উৎপেতে থাকা ওই এলাকার রানা, আসিক ও মিলনসহ তারা দোকানের তালা খুলতে গেলে তাহার উপর অতকির্ত হামলা করিয়া দোকানে ক্যাশ ভেঙ্গে নগদ ৭২ হাজার টাকা ও মালামাল লুট করে নিয়ে যায়। এসময় বাধা প্রদান করলে আঃ আলীমকে ছুরিকাঘােেত আহত হয়। পরে তাহার ডাক চিৎকারে আপে পাশের লোক ছুটে আসলে তারা তাকে মেরে ফেলার হুমকি দিয়ে দ্রুত পালিয়ে যায়। এলাকাবাসী তাকে উদ্ধার করে উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
এ ব্যাপারে কালিয়াকৈর থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।
পিবিএ/ মোআ