পিবিএ,কালিয়াকৈর,গাজীপুর: গাজীপুরের কালিয়াকৈর প্রেসক্লাবের নবগঠিত কমিটির পরিচিত সভা রোববার দুপুরে প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
কালিয়াকৈর প্রেসক্লাবের সভাপতি মোঃ আইয়ুব রানার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ কামাল উদ্দিন সিকদার। প্রেসক্লাবের সাধারণ সম্পাক মাহবুব হাসান মেহেদীর সঞ্চলনায় সভায় অন্যাদের মধ্যে বক্তব্য রাখেন- উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ সেলিম আজাদ, প্রেক্লাবের নির্বাহী সদস্য সরকার আব্দুল আলীম, সহ-সভাপতি ইমারত হোসেন, যগ্ন-সাধারন সম্পাদক শহিদুল ইসলাম প্রমুখ।
সভায় প্রেসক্লাবের সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন। এসময় বক্তারা কালিয়াকৈর প্রেসক্লাবের উন্নয়ন ও সাফল্য কামনা করেন।
পিবিএ/এফআর/হক