কালিয়াকৈরে বিস্তীর্ণ অঞ্চল ও সড়ক বন্যায় প্লাবিত

ফজলে রাব্বি, কালিয়াকৈর (গাজীপুর): গাজীপুরের কারিয়াকৈরে কয়েকটি ইউনিয়নে নিন্মাঞ্চলের সড়ক ও বাড়িঘর বন্যায় প্লাবিত। এতে পথচারীদের চলাচল ও বসবাসে দুর্ভোগ পোহাতে হচ্ছে। বন্যায় প্লাবিত হয়ে যাচ্ছে নতুন বাড়িঘর। তুরাগ নদী,বংশায় নদী,শীতলক্ষ্যা নদী,বানার নদী,বালু নদীর পানি দিন দিন বৃদ্ধি পাচ্ছে। বহু ফসলি জমি পানিতে তলিয়ে গেছে। এতে লোকসান হচ্ছে কৃষকদের।
উপজেলার ঢালজোড়া, মধ্যপাড়া, আটাবহ, বোয়ালী ,চাপাইর , বলিয়াদী গোসাত্রা, দেওয়াইর, আড়াইগঞ্জ, বাশতলী, ফুলবাড়িয়া এলাকা বন্যায় প্লাবিত হয়েগেছে। তলিয়ে যাচ্ছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও হাসপাতাল। বৃষ্টি বাড়ার পাশাপাশি বন্যার পনি বৃদ্ধি পাচ্ছে। এদিকে গরু ছাগল নিয়ে বিপাকে পড়েছে শত শত মানুষ। দুর্ভোগ পোহাতে হচ্ছে তাদের। ডুবে যাচ্ছে সড়ক ও সেতু । নৌকা দিয়ে চলাচল করছেন তারা। পানি দিনে দিনে বৃদ্ধি পাওয়ায় লোকসান হচ্ছে কৃষক , মৎস্য চাষী বিভিন্ন খামারীদের। ভোগান্তীতে পড়েছে এলাকাবাসী। দুর্ভোগ পোহাতে হচ্ছে বন্যার্তদের।
এলাকাবাসী সূত্রে জানা যায়, বন্যার পানি বৃদ্ধি পাওয়াতে গরু ছাগল পোষনে তাদের সমস্যা হচ্ছে, বসবাস এবং রাস্তা চলাচলে সমস্যা হচ্ছে। ফসলি জমি ও খামার তলিয়ে যাওয়ায় অনেক টাকা লোকসান হচ্ছে। বাড়িঘর তলিয়ে যাচ্ছে। ভোগান্তিতে বসবাস করছেন তারা।
কিছু সংখ্যক কর্মজীবী জানান, সড়ক তলিয়ে যাওয়ায় নৌকা দিয়ে পথ চলাচল করতে হচ্ছে। খরচ বেশি হচ্ছে। বেশি রাত পর্যন্ত নৌকা পাওয়া যাচ্ছেনা। কাজের গতি অনেক পিছিয়ে গেছে। দুর্ভোগ পোহাতে হচ্ছে।

পিবিএ/এসডি

আরও পড়ুন...