আরিফ মোল্ল্যা,ঝিনাইদহ: এমপি আনোয়ারুল আজীম আনারের হত্যাকারীদের বিচার ও ফাঁসির দাবিতে মঙ্গলবার (৯ জুলাই) রাতে শহরে এক ঝটিকা মিছিল করেছে কালীগঞ্জ উপজেলা আওয়ামীলীগ।
রাত ৮টার দিকে নেতাকর্মীরা শহরের ভূষণ রোডস্থ এমপি আনারের বাসভবনের সামনে জড়ো হয়। এরপর তারা মিছিল নিয়ে শহর প্রদক্ষিণ ও মেইন বাসস্টান্ড ট্রাফিক আইল্যন্ডে এক সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ করে।
সমাবেশে কালীগঞ্জ পৌর আ’লীগের সংগঠনিক সম্পাদক পৌর মেয়র আশরাফুল আলম আশরাফ বলেন, এম পি আনার হত্যাকান্ডে মামলায় আটক জেলা আ’লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুকে বাচাতে তার কিছু অনুসারিরা লাফিয়ে বেড়াচ্ছে। এরাই আ’লীগকে ধবংশ ও ক্ষতিগ্রস্থ করছে। এসব নেতা ও যড়যন্ত্রকারীদের দল থেকে বহিস্কারের দাবি জানান।
মেয়র আশরাফ বলেন, ঝিনাইদহ জেলা আ’লীগের মুল অংশই মিন্টু বাবুর অনুসারীদের সাথে নেই। বর্তমানে ঝিনাইদহ ও কালীগঞ্জে মিন্টুর কিছু সহযোগিরা শহরকে অশান্ত করার চেষ্টা করছে।
তিনি বলেন, এমপি হত্যার মাষ্টারমাইন্ড আক্তারুজ্জামান শাহিনকে দেশে ফেরত এনে জিজ্ঞাসাবাদ করলে আরো সহযোগীদের নাম বেরিয়ে আসতে পারে। তাদেরও দ্রুত আটক করতে হবে।
তিনি আরও বলেন, গত সংসদ নির্বাচনে এ আসনে আ’লীগ ও নৌকাকে ডোবাতে যারা তৎপর ছিলেন তারাই এখন লেবাস পাল্টে দলের মধ্যে বিভেদ সৃষ্টি করছে। তাদের মুখোশ উন্মোচন ও আটক হত্যাকারীদের দ্রুত বিচারের দাবিতে আগামী ১৩ জুলাই কালীগঞ্জ মেইন বাস টার্মিনালে এক প্রতিবাদ সভা করা হবে।
সমাবেশে আরও বক্তব্য রাখেন, কালীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি শিবলী নোমানী, ভাইচ চেয়ারম্যান ও পৌর যুবলীগের আহব্বায়ক শফিকুজ্জামান রাসেল।
রাতে ওই বিক্ষোভ ঝটিকা মিছিলে আ”লীগ , যুবলীগ , ছাত্রলীগের নেতাকর্মীসহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকেও নেতাকর্মী সমর্থকেরা অংশ নেয়।