আরিফ মোল্ল্যা,ঝিনাইদহ: ঝিনাইদহের কালীগঞ্জে এক রাতে চার কৃষক পরিবারের ৯টি গরু চুরি হয়েছে। রোববার গভীর রাতে উপজেলার সুন্দরপুর দূর্গাপুর ইউনিয়নের কমলাপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী মুজিবার রহমান কালীগঞ্জ থানাতে একটি অভিযোগ দিয়েছেন।
ভুক্তভোগী কমলাপুর গ্রামের দরিদ্র কৃষক মুজিবুর রহমান কান্নাজড়িত কন্ঠে জানায়, রাতে তার বাড়ীর গোয়ালে ৩ টি গরু ছিল। রোববার ভোরে নামাজ পড়তে উঠে দেখেন তার গোয়াল একেবারেই শুন্য। আনুমানিক (শনিবার দিবাগত) রাত ৩টার দিকে চোরেরা সব গুরু নিয়ে গেছে। তিনি সকালে আরও জানতে পারেন, তারমত মিলন হোসেন, মন্নু ও বাবর আলীর বাড়ী থেকেও চোরেরা ৬টি গরু নিয়ে গেছে। সব মিলিয়ে তাদের একই গ্রামের পাশাপাশি ৪টি পরিবারের ৯টি গরু চুরি হয়েছে। এ ঘটনায় এলাকায় চুরি আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পাশাপাশি ভুক্তভোগী দরিদ্র কৃষক পরিবারে নেমে এসেছে হতাশা।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু আজিফ জানান, গরু চুরির ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। চুরি হওয়া গরুগুলি উদ্ধারে পুলিশ দ্রুত অভিযানে নামবেন।