কালীগঞ্জে চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে যুবকের আত্মহত্যা

আরিফ মোল্ল্যা,ঝিনাইদহ প্রতিনিধি: চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আরাফাত (২৫) নামের এক যুবক নিহত হয়েছে। তার বাড়ী ঝিনাইদহের কালীগঞ্জ শহরের আড়পাড়া গ্রামে। খুলনা থেকে ছেড়ে আসা চাপাইনবাবগঞ্জগামী মহানন্দা ট্রেনের নিচে কাটা পড়ে তার মৃত্যু হয়।

রোববার (২৯ ডিসেম্বর) দুপুর দুই’টার দিকে কালীগঞ্জ মোবারকগঞ্জ রেলস্টেশনের বাবরা রেলগেটের সন্নিকটে এই ঘটনাটি ঘটে। নিহত ওই যুবকের পরনে জিন্সের প্যান্ট ও ছাই রঙের টি-শার্ট পরিহিত ছিল।

মোরবারকগঞ্জ রেল স্টেশনের উপ-সহকারী প্রকৌশলী কার্যালয়ের ট্রলিম্যান আরিফুর রহমান জানান, ট্রেনে কেটে নিহতের সংবাদটি পেয়েই তারা ঘটনাস্থলে ছুটে যান। সেখানে ট্রেনে কাটা এক যুবকের লাশ পড়েছিল। বিষয়টি স্টেশন মাস্টারের মাধ্যমে যশোর রেল পুলিশকে অবহিত করেছেন। রেল পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহটি উদ্ধার করবেন। স্থানীয়দের ধারনা, নিহত ওই যুবক ট্রেনের নীচে ঝাঁপ দিয়েই আত্মহত্যা করতে পারে।

আরও পড়ুন...