কালীগঞ্জে ট্রলির চাকায় পিষ্ট হয়ে ছাত্র’র মৃত্যু

পিবিএ,লালমনিরহাট: লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় ট্রলির চাকায় পিষ্ট হয়ে হোসেন আলী রানা (১৭) নামে এক এস এস সি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে।
সোমবার(১ এপ্রিল) বেলা সাড়ে ১১ টার দিকে বানিনগর- চাপারহাট অঞ্চলিক সড়কের মানিক বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মৃত হারুন রানা উপজেলার কাকিনা ইউনিয়নের কলেজ পাড়ার এলাকার শাহেব আলীর ছেলে। সে কাকিনা মহিমা রঞ্জন স্মৃতি উচ্চ বিদ্যালয় থেকে সদ্য এসএসসি পরীক্ষা শেষ করেছে।

প্রত্যক্ষদর্শীরা পিবিএ’কে জানান, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বোনকে চাপারহাট স্কুলে রেখে মোটর সাইকেলে বাড়ি ফিরছিল হারুন রানা। মানিক বাজারের এলাকায় পৌছলে একটি ট্রলি তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। হারুন রানার মৃত্যুর খবরে তার সহপাঠি ও এলাকাবাসী কাকিনা বাজার মোড়ে লালমনিরহাট বুড়িমারী মহাসড়ক অবরোধ করে বিচার দাবি করেন। অবরোধের কারনে উভয় পাশ্বে শতাধিক যানবাহন আটকা পড়ে। এক ঘন্টা পরে প্রশাসনের বিচারের আশ্বাসে অবরোধ তুলে নেয়া হয়।

কালীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মকবুল হোসেন পিবিএ’কে জানান,এসএসসি পরীক্ষার্থী হোসেন আলী রানার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘাতক ট্রাকটিকে আটক করেছে। বর্তমানে লালমনিরহাট- বুড়িমারী মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

পিবিএ/এএইচআর/হক

আরও পড়ুন...