আরিফ মোল্ল্যা,ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জ বাবরা রেল গেট নামক স্থানে ট্রেনে কাটা পড়ে মেহেদি হাসান (২০) নামে এক নসিমন চালকের মৃত্যু হয়েছে। নিহত নসিমন চালক মেহেদি হাসান উপজেলার নিয়ামতপুর ইউনিয়নের মাহবুবার রহমানের একমাত্র পূত্র ও শহীদ নূর আলী কলেজ থেকে চলতি বছরে এইচএসসি পরীক্ষা দিয়েছে। সে লেখাপড়ার পাশাপাশি কালীগঞ্জ উপজেলা পরিবেশক সমিতির অংকীতা ট্রেডার্সের নসিমন গাড়ি চালক হিসাবে কাজ করতো।
বুধবার (০৬ মার্চ) সকাল সাড়ে ১০টায় উপজেলার মোবারকগঞ্জ রেল ষ্টেশনের দক্ষিনে বাবরা রেল গেটে এ দুর্ঘটনা ঘটে।
বাবরা রেল গেটের গেটম্যান রুবেল মিয়া জানান, নসিমন চালক প্রতিদিনের ন্যায় বুধবার সকালে পন্যবাহী নসিমন নিয়ে বকেরগাছি বাজারের দিকে যাচ্ছিলো। রেল গেট অতিক্রম করার সময় নসিমন ডান পাশে মোড় নেওয়ায় গাড়িটি রেলের পাতির সঙ্গে আটকিয়ে যায়। এসময় ৩০ মিনিট ধরে আমি এবং চালক নসিমন গাড়িটি রেল লাইন থেকে সরানোর চেষ্টা করি। এদিকে ঢাকাগামী চিত্রা এক্সপ্রেসের ট্রেনটি আসার সময় হয়ে যায়। এ সময় চালক মেহেদি হাসানকে নসিমন রেখে সরে যেতে বলে আমি গেট বন্ধ করে লাল পতাকা নাড়িয়ে ট্রেনটি থামানোর চেষ্ঠা করি। ট্রেন চালকও ট্রেন থামানোর চেষ্টা করে কিন্তু নসিমন চালক সরে না গিয়ে তখনও নসিমনের পাশ থেকে সরানোর চেষ্টা করা অবস্থায় ট্রেনে কাটা পড়ে নসিমন চালক মেহেদি হাসান দ্বি-খন্ডিত হয়ে ঘটনাস্থলেই মারা যায়।
মোবারকগঞ্জের ষ্টেশন মাষ্টার বিষয়টি নিশ্চিত করে জানান, সকালে উপজেলার বাবরা রেল গেটে এক নসিমন চালক রেলে কাটা পড়ে নিহত হওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে যায় এবং বিষয়টি যশোর জিআরপি পুলিশকে অবহিত করলে পুলিশ এসে লাশটি নিয়ে যায়। এ ঘটনায় কোন মামলা হয়নি।