
আরিফ মোল্ল্যা,ঝিনাইদহ প্রতিনিধি: এদেশের মানুষ স্বৈরচারী শেখ হাসিনা ও এরশাদকে বিতারিত করেছে। অপনাদেরও বিতারিত করতে সময় লাগবে না। দেশে এখনও গণতন্ত্র ফিরে আসেনি। যারা দ্বায়িত্বে আছেন দ্রুত নির্বাচনের ব্যবস্থা করেন। অন্যথায় আপনাদের অবস্থাও একই হবে।
রোববার (১৬ মার্চ) বিকালে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সিনিয়র যৃগ্ম-সাধারণ সম্পাদক ও ঝিনাইদহ-৪ আসনের একাদশ নির্বাচনে ধানের শীষ প্রতীকের প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজ একথা বলেন।
প্রায় ১০ হাজার মানুষের অংশগ্রহনে সরকারী নলডাঙ্গা ভূষণ স্কুল মাঠে আয়োজিত ইফতার পূর্বে আলোচনায় ফিরোজ আরো বলেন, একটি মৌলবাদী গোষ্টি ভোট চেয়ে বেহেস্তের টিকিট বিক্রি করছে। এদেশে মৌলবাদের কোনো আশ্রয় হবে না। তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, দেশনেত্রী খালেদা জিয়া ও তারেক রহমান দলের সকল পর্যায়ের নেতাকর্মীকে শান্ত থাকতে বলেছেন। সেই সাথেই আগামীতে বিএনপির সকল আন্দোলন সংগ্রাম সফল করতে নেতাকর্মীদের প্রস্তুত থাকতে বলেছেন।
কালীগঞ্জ উপজেলা বিএনপির আহব্বায়ক আলহাজ্ব মাহবুবার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্নান্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন- উপজেলা বিএনপির যুগ্ম- আহব্বায়ক ডাঃ নুরুল ইসলাম। মাহফিলে উপজেলা বিএনপির যুগ্ম-আহব্বায়ক শহিদুল ইসলাম সাইদুল, ইলিয়াস রহমান মিঠু, পৌর বিএনপির যুগ্ন আহব্বায়ক- নজরুল ইসলাম তোতা, আনোয়ার হোসেন, অহেদ লস্কর, জবেদ আলী, বিএনপির সকল ইউনিয়ন ও পৌর ওয়ার্ড কমিটির সভাপতি/সম্পাদকসহ যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষকদল, শ্রমিকদল ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। মোনাজাত শেষে ইফতার সম্পন্ন করা হয়।