কালীগঞ্জে বেদে পল্লীতে যুবক নিহত, আটক ১

আরিফ মোল্ল্যা,ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার কাশীপুর গ্রামের বেদে পল্লীতে ছুরিকাঘাতে আবু তালেব (২৫) নামের এক যুবক নিহত হয়েছেন । গতকাল বুধবার (২ এপ্রিল) দিনগত রাত ৩টার সময় এ ঘটনা ঘটে ।

স্থানীয়রা জানায়, বুধবার রাত ৩টার দিকে কাশীপুর গ্রামের আবু তালেবের বাড়িতে গিয়ে খোঁজ করতে থাকে একই গ্রামের রুবেল হোসেন। আবু তালেব বাইরে বের হলে রুবেল লোহার রডের অংশ দিয়ে বুকে আঘাত করে। সে সময় আবু তালেবের শশুর ছবেদ আলী বাঁধা দিতে গেলে তাকে আঘাত করে রুবেল । পরে প্রতিবেশিরা আবু তালেব ও তার শ্বশুরকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক আবু তালেবকে মৃত ঘোষণা করে। এ ঘটনার পর আটক হয়েছে অভিযুক্ত রুবেল হোসেন।

কালীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম হাওলাদার বলেন , এ ঘটনায় অভিযুক্ত মূলত একজন । তাকে আমরা আটক করেছি । সে এখন থানা হেফাজতে আছে ।

আরও পড়ুন...