কালীগঞ্জে সাবেক পৌর মেয়র ও আ’লীগ নেতা বিজু আটক

আরিফ মোল্ল্যা,ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক মোস্তাফিজুর রহমান বিজু গ্রেফতার হয়েছে।

সোমবার (১০ মার্চ) বেলা তিনটার দিকে কালীগঞ্জ থানা পুলিশ শহরের আড়পাড়াস্থ্য তার নিজ বাসা থেকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে গত ৫ই আগস্ট শহরে বিএনপির অফিস, দোকানপাট ভাংচুর, পোড়ানো ও শিবিরকর্মী হত্যাসহ কালীগঞ্জ থানায় ৩টি মামলা রয়েছে।

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম হাওলাদার জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন আ’লীগ নেতা ও সাবেক মেয়র মোস্তাফিজুল রহমান বিজু তার নিজ বাড়িতে অবস্থান করছেন। এমন সংবাদের ভিত্তিতে বেলা ৩টার দিকে থানার ওসিসহ পুলিশ ওই বাড়িতে অভিযান চালিয়ে বিজুকে গ্রেফতার করে । তাকে ঝিনাইদহ আদালতে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, গত ৫ই আগস্টের পর থেকেই আওয়ামী লীগ নেতা বিজু পালিয়ে বেড়াচ্ছিল। এদিন সোমবার তার পারিবারিক এক অনুষ্ঠানে যোগ দিতে বাড়িতে এসেছিলেন বলে জানা যায়।

আরও পড়ুন...