পিবিএ,ঝিনাইদহ: ঝিনাইদহ কালীগঞ্জে ৯ম শ্রেণীর এক ছাত্রী অপহরনের অভিযোগে থানায় মামলা হয়েছে। ওই ছাত্রীর বাবা বাদি হয়ে বুধবার অপহরনের সাথে জড়িত ৭ জনের নাম উল্লেখপূর্বক মামলাটি দায়ের করেছেন।
ওই মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে গত ২৫ আগষ্ট সকালে তার কন্যা সলিমুন্নেছা বালিকা বিদ্যালয়ের নবম শ্রেনীর ছাত্রী মারিয়া খাতুন উপবৃত্তি সংক্রান্ত কাজে বিদ্যালয়ে যায়। কিন্তু সন্ধ্যা রাত পেরিয়ে গেলেও তার কন্যা বাড়ীতে না আসায় পরদিন তিনি থানাতে একটি জিডি করেন। পরবর্তীতে তারা জানতে পারেন, ওইদিন স্কুল থেকে বাড়ী ফেরার পথে দুপুর ১ টার দিকে তপু, মেহেদী ও রনজিত কুমারসহ একদল অপহরনকারী তার কন্যাকে জোরপূর্বক একটি মাইক্রোবাসে করে তুলে নিয়ে গেছে। এরপর তিনি স্থানীয় জনপ্রতিনিধিদের নিকট বিষয়টি জানান। থানায় একটি সাধারন ডাইয়েরী করেন। এদিকে অপহরনের ৮ দিন পার হয়ে গেলেও অপহৃত ছাত্রীকে উদ্ধার না হওয়ায় পরিবারের মধ্যে খুন, গুম বা পাচারের সন্দেহ দানা বাধছে।
মামলার তদন্তকারি কর্মকর্তা কালীগঞ্জ থানার সেকেন্ড অফিসার মন্জুরুল ইসলাম জানান, নিখোঁজের পরদিন ওই ছাত্রীর অভিভাবক থানাতে একটি জিডি করেছিলেন। পরবর্তীতে অপহরনের বিষয়টি জানতে পেরে তারা অভিযুক্ত ৭ জনের নামে থানাতে একটি এজাহার দায়ের করেন। পুলিশ ঘটনার তদন্ত শেষে ওই ২ সেপ্টেম্বর বুধবার মামলাটি রেকর্ড করেছেন। তিনি জানান, অপহৃত ওই ছাত্রীকে উদ্ধারের চেষ্টা চালাচ্ছে পুলিশ।
পিবিএ/আরিফ মোল্ল্য/এসডি