পিবিএ ,ঝিনাইাদহ: ঝিনাইদহের কালীগঞ্জে সুন্দরপুর দূর্গাপুর ইউনিয়ন আওয়ামীলীগের ওয়ার্ড কমিটি গঠনকে কেন্দ্র করে দু’গ্রুপের সংঘর্ষে কমপক্ষে ১৫ জন আহত হয়েছে। আহতরা হলো ওয়ার্ড যুবলীগের সভাপতি আকরাম হোসেন (৩০), আ’লীগনেতা আওলাদ হোসেন (৪০), এনামুল হক (২৭), আলী হোসেন (৫২), শাহাজান আলী (৫০), আলীনুর (২৫), তাহাজ্জেল (৪৭), জাকির হোসেন (২৫) ও সোহেল রানা (৩০) সহ ১৫ জন কমবেশি জখম হয়। তাদেরকে কালীগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সোমবার রাত ৮ টায় উপজেলার ১ নং সুন্দরপুর-দূর্গাপূর ইউনিয়নের কাদিরকোল গ্রামে সংঘর্ষের ঘটনাটি ঘটে। এ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকায় উত্তেজনা বিরাজ করছে। এ খবর লেখা পর্ষন্ত ঘটনাস্থলে থানার ওসি সহ পুলিশ ফোর্স অবস্থান করছে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় আ’লীগের নেতা কর্মীরা জানায়, ওই ইউনিয়নের আ’লীগের ১ নং ওয়ার্ড কমিটির সভাতে কমিটি গঠনকে কেন্দ্র করে ইউনিয়ন কমিটির সভাপতি নিখিল দত্ত ও আ’লীগনেতা লিয়াকত আলী খান লিটন গ্রুপের কর্মী সমর্থকের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। সভাতে নতুন কমিটিতে নাম প্রস্তাব করা নিয়ে উভয় গ্রুপের বাকবিতন্ডতার এক পর্ষায়ে হাতাহাতি ও লাঠিসোঠা দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
সংঘর্ষে ইউনিয়ন আ’লীগ ও যুবলীগ নেতা সহ উভয় গ্রুপের প্রায় ১৫ জন জখম হয়। সংঘর্ষের এ খবর পেয়ে কালীগঞ্জ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি শান্ত করে। মুমুর্ষ অবস্থায় আহতদেরকে উদ্ধার করে কালীগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়। এদের মধ্যে কয়েক জনের অবস্থা আশংকাজনক। এলাকায় টান টান উত্তেজনা বিরাজ করছে। পুলিশ মোতায়েন করা হয়েছে।
কালীগঞ্জ থানার অফিসার্স ইনচাজ ইউনুচ আলী জানান, সুন্দরপুর – দূর্গাপুর ইউনিয়ন আ’লীগের ওয়ার্ড কমিটি গঠন নিয়ে দু’গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হাতাহাতির ঘটনা ঘটেছে। বর্তমানে তিনি সহ পুলিশ ফোর্স ঘটনাস্থলে অবস্তান করছেন।
পিবিএ/জেডআই