কালের পরিবর্তন আর যুগের চাহিদা পাল্টে যাবার কারণে ভাল নেই এক সময়ের জৌলুসধারী নাপিত পেশার শীল গোত্রের মানুষেরা। এখন আর চোখে পড়ে না নরসুন্দর বা নাপিতদের। আগে হাট বাজারের রাস্তার পাশে বা গাছতলায় বসে খৌরকর্ম করত নরসুন্দর বা নাপিতরা। ছবিটি টাঙ্গাইলের বাসাইল উপজেলার কাউলজানি ইউনিয়নের সুন্না বাজার থেকে তোলা। ছবি: পিবিএ/ মাছুদ রানা