কালোজিরার তেল চুল পড়া বন্ধ করে

পিবিএ ডেস্ক: চুল ভেঙে যাচ্ছে? সুন্দর ও ঝলমলে চুলের জন্য নিয়মিত ব্যবহার করতে পারেন কালোজিরার তেল। এটি চুল পড়া রোধ করতেও কার্যকর।

জেনে নেয়া যাক কিভাবে ব্যবহার করবেন:

কালোজিরার তেল সামান্য গরম করে চুলের আগা থেকে গোড়া পর্যন্ত ভালো করে ম্যাসাজ করুন। ১ ঘণ্টা পর মাইল্ড শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।
সমপরিমাণ অলিভ অয়েল ও কালোজিরার তেল একসঙ্গে মিশিয়ে নিন। মিশ্রণটি চুলের গোড়ায় ঘষে ঘষে লাগান। আধা ঘণ্টা পর ভেষজ শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।
ক্যাস্টর অয়েলের সঙ্গে কালোজিরার তেল মিশিয়ে চুলে ব্যবহার করুন। ১ ঘণ্টা পর রেগুলার শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।
১টি লেবুর রসের সঙ্গে ২ টেবিল চামচ কালোজিরার তেল মিশিয়ে রাতে ঘুমানোর আগে চুলে লাগান। পরদিন শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।
আধা কাপ নারকেল তেল, ১ টেবিল চামচ মধু ও ১ টেবিল চামচ কালোজিরার তেল একসঙ্গে মিশিয়ে নিন। চুলের আগা থেকে গোড়া পর্যন্ত মিশ্রণটি লাগিয়ে গরম তোয়ালে জড়িয়ে নিন মাথায়। ১ ঘণ্টা পর শ্যাম্পুর সাহায্যে ধুয়ে ফেলুন।

কেন ব্যবহার করবেন কালোজিরার তেল?

চুল পড়া বন্ধ করে।
চুলের ভেঙে যাওয়া রোধ করে।
রুক্ষতা দূর করে চুল ঝলমলে করে।
চুলের অকালে পেকে যাওয়া রোধ করে।
চুলের গোড়ায় রক্ত সঞ্চালন বাড়ায়। ফলে দ্রুত বাড়ে চুল।

পিবিএ/এমএসএম

আরও পড়ুন...