পিবিএ ডেস্ক: আগামীকাল ১৭ মার্চ। স্বাধীন বাংলাদেশের স্থপতি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মদিন এবং জাতীয় শিশু দিবস। এ উপলক্ষে বিভিন্ন কর্মসূচিতে অংশ নিতে কাল গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় যাচ্ছেন রাষ্ট্রপতি অ্যাডভোকেট আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এ উপলক্ষে টুঙ্গিপাড়ায় সমাধি সৌধ কমপ্লেক্সে শেষ হয়েছে পরিস্কার-পরিচ্ছন্নতার কাজ। শিশু সমাবেশের মঞ্চ তৈরিসহ শেষ হয়েছে সকল প্রস্তুতি। টুঙ্গিপাড়াসহ সারা জেলায় নেওয়া হয়েছে তিন স্তরবিশিষ্ট নিরাপত্তা ব্যবস্থা।
বঙ্গবন্ধুর ৯৯তম জন্মবার্ষিকী এবং জাতীয় শিশু দিবসে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনকের সমাধি-সৌধে শ্রদ্ধা নিবেদন করবেন রাষ্ট্রপতি আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে,শিশু সমাবেশ ও সংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। বইমেলা উদ্বোধন, সেলাই মেশিন বিতরণসহ বিভিন্ন কর্মসূচীতেও অংশ নেবেন শেখ হাসিনা। রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে শেষ হয়েছে সমাধি সৌধের পরিচ্ছন্নতা ও উন্নয়নমূলক কাজ।
জাতির জনককে শ্রদ্ধা জানানোর সব প্রস্তুতি শেষ করেছে করেছে সেনা-নৌ ও বিমান বাহিনীর একটি চৌকস দল।
এদিকে, এ উপলক্ষে সারা জেলার কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে, জানিয়েছেন পুলিশ সুপার।
গোপালগঞ্জবাসীর প্রত্যাশা, প্রধানমন্ত্রীর এবারের সফরে জেলার উন্নয়নে আসবে বিশেষ ঘোষণা।
পিবিএ/এএইচ