কাশ্মিরের জনগণের দায়িত্ব পালনে প্রস্তুত: পাকিস্তান সেনাবাহিনী

পিবিএ, ডেস্ক: পাকিস্তান সেনাবাহিনী কাশ্মিরের জনগণের জন্য সব ধরনের দায়িত্ব পালনে প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন পাকিস্তানের সামরিক নেতৃত্ব । আজ মঙ্গলবার পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর বা আইএসপিআর থেকে প্রকাশিত এক বিবৃতিতে একথা ঘোষণা করা হয়েছে।

রাওয়ালপিন্ডির সেনা সদরদপ্তরে অনুষ্ঠিত কোর কমান্ডারদের বৈঠকের পর এ বিবৃতি প্রকাশ করা হয়। এতে বলা হয়েছে, ভারত সরকার কাশ্মির ইস্যুতে যে পদক্ষেপ নিয়েছে তা পাক সরকার প্রত্যাখ্যান করেছে। সামরিক বাহিনী পাক সরকারের এ অবস্থানের প্রতি পরিপূর্ণ সমর্থন জানাচ্ছে।

আইএসপিআর’র বিবৃতিতে বলা হয়েছে, জম্মু-কাশ্মিরের ওপর ভারতের দখলদারিত্বকে কখনো পাকিস্তান সরকার স্বীকার করে না, ভারতীয় সংবিধানের ৩৭০ ও ৩৫ নম্বর অনুচ্ছেদ বাতিল করে কাশ্মিরের স্বতন্ত্র মর্যাদা নস্যাতকেও মেনে নেবে না। কাশ্মির ইস্যুকে কেন্দ্র করেই পাকিস্তান সামরিক কোর কমান্ডারদের আজকের এ বৈঠকে অনুষ্ঠিত হয় এবং সেখানে একটি মাত্র এজেন্ডা নিয়ে আলোচনা হয়েছে।

গতকাল ভারতের নরেন্দ্র মোদি সরকার জম্মু-কাশ্মিরের বিশেষ মর্যাদা বাতিল করে কেন্দ্রের আওতায় নিয়েছে। উদ্ভুত পরিস্থিতি মোকাবেলার জন্য ভারতীয় সেনা ও বিমানবাহিনীকে উচ্চ সতর্কতায় রাখা হয়েছে।

 

পিবিএ/জেডআই

আরও পড়ুন...