কাশ্মিরে যাত্রীবাহী বাস নদীতে, নিহত ৬

ভারতের জম্মু ও কাশ্মিরে নদীতে পড়ে গেল দেশটির নিরাপত্তা বাহিনীর জওয়ানদের বাস। এই ঘটনায় ছয় জওয়ানের মৃত্যু হয়েছে। জখম হয়েছেন আরো অনেকে। মোট ৩৭ জন জওয়ান বাসটিতে ছিলেন বলে সংবাদ সংস্থা সূত্রে জানা গেছে। শুরু হয়েছে উদ্ধারকাজ।

ইন্দো-তিব্বত সীমান্ত পুলিশের দেয়া তথ্য অনুযায়ী, বাসে ৩৯ জন জওয়ান ছিলেন। এর মধ্যে ৩৭ জন আইটিবিপি এবং ২ জন জম্মু ও কাশ্মির পুলিশের সদস্য। বাসের ব্রেক ফেল করায় এই দুর্ঘটনা বলে জানা গেছে।

পাহলগামের চন্দনওয়াড়িতে এই দুর্ঘটনাটি ঘটেছে। বর্তমানে সেখানে উদ্ধার অভিযান শুরু হয়েছে। দুর্ঘটনায় বহু মৃত্যুর আশঙ্কাও করা হচ্ছে। এদিকে আহতদের এযারলিফ্ট করে শ্রীনগরে সেনা হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। সেখানে আহত জওয়ানদের চিকিৎসা হবে।

পিটিআই সূত্রে খবর, অমরনাথ যাত্রায় ‘ডিউটি’ সেরে বাসে করে ফিরছিলেন ওই জওয়ানরা। জখমদের শ্রীনগরে সেনা হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

আরও পড়ুন...