কাশ্মীরিদের অধিকার কেড়ে নেওয়াই দেশবিরোধী: প্রিয়াঙ্কা

পিবিএ ডেস্ক: কাশ্মীরিদের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়া দেশবিরোধী কাজ বলে মন্তব্য করেছেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী। তিনি বলেন, তাদের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়ার চেয়ে বড় দেশবিরোধী কাজ আর নেই।

শনিবার এক টুইটে এমন মন্তব্য করেন তিনি। রাহুল গান্ধীকে শ্রীনগর বিমানন্দর থেকে ফেরত পাঠানোর প্রতিবাদও জানান তিনি। খবর এনডিটিভির

কাশ্মীরের ৩৭০ ধারা বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে কংগ্রেস তাদের প্রতিবাদ অব্যাহত রাখবে বলে লেখেন প্রিয়াঙ্কা।

প্রিয়াঙ্কা টুইটারে লেখেন, শ্রীনগর বিমানবন্দর থেকে রাহুল ও তার সঙ্গীদের ফেরত পাঠানো প্রমাণ করে যে কাশ্মীরিরা সেখানে ভালো নেই। মোদি সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে আরও জোরালো প্রতিবাদ হওয়া উচিত।

টুইটে একটি ভিডিও যোগ করেন প্রিয়াঙ্কা। সেখানে দেখা যায়, এক নারী কাঁদতে কাঁদতে রাহুল গান্ধীকে কাশ্মীরের করুণ অবস্থার কথা শোনান। ওই নারীর প্রিয়জনদের করুণ পরিণতির কথাও জানান।

প্রিয়াঙ্কা লেখেন, এই ভিডিও প্রমাণ করে কাশ্মীরিরা সেখানে কেমন অবরুদ্ধ অবস্থায় আছে। জাতীয়তাবাদের নামে সেখানে কয়েক লাখ মানুষ যে অবরুদ্ধ এই ভিডিও তারই প্রমাণ।

পিবিএ/এমএসএম

আরও পড়ুন...