কাশ্মীরে বন্দুকযুদ্ধে নিহত ২

পিবিএ ডেস্ক: ভারতীয় কর্তৃপক্ষ জানিয়েছে, নিরাপত্তা বাহিনীর গুলিতে ২৪ বছর বয়সী এক সন্দেহভাজন ‘সন্ত্রাসী’ নিহত হয়েছে। ভারত সরকার দেশটির সংবিধানের ৩৭০ নম্বর অনুচ্ছেদ বাতিলের পর এটিই প্রথম ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা। এছাড়াও এ ঘটনায় নিহত হন এক পুলিশ কর্মকর্তা। রেফারেল ওআরজি

এক পুলিশ কর্মকর্তা জানান বারমুল্লার পুরাতন এলাকায় অভিযান চালায় পুলিশ। এসময় আতর্কিত গুলিতে মারা যান ঐ পুলিশ কর্মকর্তা। পুলিশও পাল্টা গুলি চালায়। এসময় মারা যায় ২৪ বছর বয়সী ঐ যুবক। তবে সেই যুবকের পরিচয় জানায়নি পুলিশ। বিভিন্ন সূত্র বলছে পুলিশ এই ধরণের অভিযান পুরো উপত্যকায় ২ সপ্তাহের বেশি সময় ধরে চালাচ্ছে। তবে এই প্রথম এ ধরণের ঘটনার কথা আনুষ্ঠানিকভাবে স্বীকার করা হলো।

পিবিএ/এমএসএম

আরও পড়ুন...