পিবিএ ডেস্কঃ জম্মু ও কাশ্মীরের রাজৌরি জেলার ভারত এবং পকিস্তান সীমান্তে দুই দেশের সেনাদের মধ্যে আবারও গোলাবর্ষণের ঘটনা ঘটেছে। এতে হাতাহতের কোনও খবর পাওয়া যায়নি।
শুক্রবার (৫ জুলাই) দুই দেশের সীমানা নির্ধারণকারী রেখা লাইন অব কন্ট্রোলে এই গোলাবর্ষণের ঘটনা ঘটে।
ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে দেশটির গণমাধ্যম এনডিটিভি এক অনলাইন প্রতিবেদনে এই খবর জানিয়েছে। মন্ত্রণালয়ের মুখপাত্র লেফটেন্যান্ট কর্ণেল দিবেন্দর আনন্দ ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিসকে (আইএএনএস) ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ভারতীয় সেনারা পাকিস্তানের সেই অতর্কিত আক্রমণের পর পাল্টা প্রতিরোধের অংশ হিসেবে যথাযথভাবে প্রতিশোধ গ্রহণ করছে। ওই এলাকার বিভিন্ন সূত্রের বরাত দিয়ে এনডিটিভি বলছে, সেখানে অনেক্ষণ ধরে দুই দেশের সেনাদের মধ্যে ব্যাপক গোলাবর্ষণ চলে।
পিবিএ /ইকে