পিবিএ,কুড়িগ্রাম: কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলাধীন চামটারপাড় গ্রামের স্থায়ী বাসিন্দা ফারুক আহমেদ। দীর্ঘদিন যাবত দৈনিক খবরপত্র, দৈনিক দাবানল পত্রিকায় নিজস্ব প্রতিনিধি হিসাবে নাগেশ্বরী উপজেলায় নিষ্ঠার এবং সততার সাথে লড়াই করে আসছেন। সংসারে একমাত্র উপার্জনক্ষম ব্যক্তির উপার্জনে চলে স্ত্রী আর দুই মেয়ে-ছেলে সন্তান নিয়ে তার পরিবার।
এমনিতেই অল্প আয়ে অনেক কষ্টেই চলছিল তার সংসার, তার উপর দানা বেঁধেছে আরেক মহাবিপদ! দীর্ঘদিনের শারীরিক অসুস্থতার কারণে পরীক্ষা রতে গিয়ে জানতে পারেন তার দু’টি কিডনিই অকেজো হয়েছে। এমন অবস্থায় বাঁচার উপায় দু’টি- নতুন কিডনি সংযোজন অথবা নিয়মিত ডায়ালাইসিস করানো; যার উভয়েই অনেক ব্যয়বহুল।
সারাদিন বিছানায় শুয়ে থাকলেও দুশ্চিন্তার কালো মেঘে ছেয়ে আছে তার মন। মনে হাজারো প্রশ্ন উঁকি দেয় তার ছেলেমেয়ের আঙ্গুল ধরে স্কুলে দিয়ে আসা হবে কি না, কখনো বলা হবে কি না- তোমরা কোন চিন্তা করো না, আমি আছি তো। ফারুকে স্ত্রী মুখে কিছু না বললেও তার অশ্রুসজল চোঁখ বলে দিলো অনেক কিছুই।
নতুন কিডনি প্রতিস্থাপনে এককালীন অনেক টাকার প্রয়োজন হয়। পরিবার, নিকটাত্মীয় এবং বিভিন্ন সহযোগীতায় অল্প কিছু টাকা সংগ্রহ করেন তিনি।
সব মিলে এই সময়ে ফারুক এবং তার পরিবারের একমাত্র অবলম্ব দেশের সাধারণ মানুষ থেকে উঁচু শ্রেণির বিত্তবানরা, যাদের একটুখানি সদয় দৃষ্টিই পারে তার পরিবারের হাসি ফিরিয়ে দিতে। তাই সাংবাদিক ফারুকের জীবন বাঁচাতে দেশের ও বিদেশের সকল শ্রেণি-পেশার মানুষের কাছে আবেদন জানাচ্ছে, আপনারা এগিয়ে আসুন, আপনাদের একটু সহযোগিতায় বাঁচাতে পারে একটি জীবন। আপনাদের আর্থিক সাহায্যের উসিলায় মহান আল্লাহ্পাক তাকে সুস্থ্যতা দান করতে পারেন।
যোগাযোগঃ বিকাশ নম্বরঃ ০১৭১৭১১৪৬৩৮
ব্যাংক একাউন্ট জনতা ব্যাংক একাউন্ট নম্বরঃ # ০১০০২০৯৯৭৫৪১১
ফারুক আহমেদ, নাগশ্বেরী ব্রাঞ্চ, কুড়িগ্রাম।
পিিিবএ/মমিনুল ইসলাম বাবু/এমএসএম