পিবিএ ডেস্ক: উইকেটের পিছনে ভারত সফর থেকে দেখা যাবে না এ ব্যাটসম্যানকে। টেস্ট ম্যাচে উইকেটকিপিং ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিলেন বাংলাদেশ দলেন সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম। জাতীয় দলের প্রধান কোচ রাসেল ডোমিঙ্গোকে বিষয়টি জানিয়েছেন।
এ বিষয়ে মুশফিক বলেন, ‘টেস্ট ক্রিকেটে আগ্রহী নই। সামনে অনেক ম্যাচ রয়েছে। আমি তিন ফরম্যাটেই খেলি। আন্তর্জাতিক ক্রিকেটের বাইরেও ঢাকা প্রিমিয়ার লিগ, বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) খেলি। আমি ক্যারিয়ার আরও দীর্ঘ করতে চাই। এ কারণেই এ ব্যাপারে ভাবতে হচ্ছে।’
গত পাঁচ বছরে বড় কোন ইনজুরিতে আক্রান্ত না হলেও বিশ্রাম পাননি জানিয়ে তিনি বলেন, ‘চোট না পেরেও আমি তেমন কোন বিশ্রাম পাইনি। ভাবিষ্যতে এমন যদি হয়, দুটি সিরিজে বিশ্রাম নিতে হলো। কোনো সিরিজ মিস করার চেয়ে আমি বরং চাপ কমাতে চাই। আর তা সম্ভব হবে টেস্ট কিপিং না করলে।’
গত পাঁচ বছরে বড় কোনো চোটে আক্রান্ত হননি মুশফিক। এ ব্যাপারে তিনি বলেন, ‘চোট না পেলেও আমি কিন্তু এই সময়ে তেমন বিশ্রাম পাইনি। ভবিষ্যতে এমন যদি হয়, দুটি সিরিজে বিশ্রাম নিতে হলো। কোনো সিরিজ মিস করার চেয়ে আমি বরং চাপ কমাতে চাই। আর তা সম্ভব হবে টেস্টে কিপিং না করলে।’
এক প্রশ্নের জবাবে মুশফিক বলেন, ‘সমালোচনা আমার কাছে নতুন নয়। সবাই তো সাকিব আল হাসান নয় যে, ব্যাট বলে দুই বিভাগেই শতভাগ দেবে। হয়তো আমার ব্যাটিং ও কিপিং দুটো সমপর্যায়ের নয়। আমার দিক থেকেও ঘাটতি থাকতে পারে। যদি তেমন হয়, তবে সব ফরম্যাট থেকেই কিপিং ছেড়ে দেব।’
এ ব্যাপাোরে মুশফিক আরো বলেন, ‘এমনটা মোটেই নয় যে উইকেটকিপিং করেও ভালো খেলতে পারব না। দুটি ডাবল সেঞ্চুরি কিন্তু কিপিং করেই এসেছে। টেস্টে সব সেঞ্চুরিই সেই ভাবে এসেছে। কিপার হিসেবে আমার ব্যাটিং রেকর্ড মনে হয় ভালোই। আর কিপার থাকলে পিছন থেকে সব কিছু নজরে আসে আর সেটা ব্যাটিংয়ে সাহায্য করে বলে অনুভব করি।
পিবিএ/আম