কিভাবে বুঝবেন পিত্তথলিতে পাথর হয়েছে

গলব্লাডারে স্টোন বা পিত্তথলিতে পাথর হওয়ার সমস্যায় অনেকেই ভুগে থাকেন। এই সমস্যা পুরুষদের তুলনায় নারীদের বেশি হয়ে থাকে। এর মূল কারণ হচ্ছে- মেনোপজের পর হরমোন ক্ষরণে ঘাটতি, গর্ভনিরোধক বড়ি খাওয়ার অভ্যাস, খাওয়া-দাওয়ার অনিয়ম, পানি কম খাওয়া ইত্যাদি। যদিও এই রোগ নারীদের বেশি হয়, তবে পুরুষদেরও এই রোগে আক্রান্ত হওয়ার আশংকা থাকে।
কিছু উপসর্গ আপনাকে জানান দেবে যে আপনার পিত্তথলিতে পাথর হয়েছে। সতর্কতা বাড়াতে চলুন জেনে নেয়া যাক সেই লক্ষণগুলো-

  • মাঝেমাঝেই কাঁপুনি দিয়ে জ্বর আসে এবং সঙ্গে পেটে ব্যথা।
  • পিত্তাশয়ে পাথর হলে মাংস বা তেল মশলা জাতীয় খাবার খেলে পেটে ব্যথা হয়। সঙ্গে বমিও।
  • পিত্তাশয়ে পাথর হলে অনেক সময় একইসঙ্গে অনেকে হেপাটাইটিসেও আক্রান্ত হন। এক্ষেত্রে অতি দ্রুত চিকিৎসকের পরামর্শ নেয়া উচিত।
  • গলব্লাডারের মূল লক্ষণ পেটের ডান দিক থেকে ব্যথা শুরু হয়ে ডান কাঁধ পর্যন্ত পৌঁছায়। এরকম হলে অবশ্যই চিকিৎসকের কাছে যান।

আরও পড়ুন...