পিবিএ, কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় চালিয়াগোপ সমাজকল্যাণ যুব সংঘের উদ্যোগে গ্রামীণ ঐতিহ্যবাহী চি খেলা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে কিশোরগঞ্জ-ঢাকা মহাসড়কের পাশে চালিয়াগোপ এলাকার একটি পতিত জমিতে এ খেলা অনুষ্ঠিত হয়।
উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম রেনু এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ খেলার উদ্বোধন করেন। শহীদ আলাউদ্দিন উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক মনির উদ্দিন আকন্দের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পাকুন্দিয়া পৌরসভার সাবেক কাউন্সিলর নজরুল ইসলাম আকন্দ, কাউন্সিলর কফিল উদ্দিন ও চরফরাদী ইউপি সদস্য আছাদুজ্জামান সরকার।
এ খেলায় ২২ জন খেলোয়াড় অংশ নেয়। প্রতিটি খেলোয়াড়কে তিনটি ধাপ পার হয়ে চূড়ান্ত পর্বে উত্তীর্ণ হতে হয়েছে। খেলা শেষে বিজয়ীদের মাঝে অতিথিবৃন্দ পুরষ্কার বিতরন করেন। বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার নারী-শিশু, পুরুষসহ উৎসুক জনতা উপস্থিত থেকে এ খেলা উপভোগ করেন।
পিবিএ/এস এইচ/হক