পিবিএ, কিশোরগঞ্জ: কিশোরগঞ্জে ৩০ কেজি গাঁজাসহ একটি প্রাইভেট কার আটক করেছে পুলিশ। এ সময় দুইজনকে আটক করা হয়েছে। শুক্রবার (৫ জুলাই) রাত ১২টার দিকে কিশোরগঞ্জ-ময়মনসিংহ মহাসড়কের কাটাবাড়িয়া এলাকায় প্রাইভেট কারটি আটক করা হয়।
জানা যায়, ঢাকা মেট্রো-গ ২১-০৬০১ নম্বরের প্রাইভেট কারটিতে তল্লাসি চালায় পুলিশ। পরে প্রাইভেট কার চালক মো. রুবেল (২৮) ও বাহক মহরম আলী (২৭) কে ৩০ কেজি গাঁজাসহ আটক করা হয়। আটককৃত গাঁজাবাহী প্রাইভেট কার চালক মো. রুবলে ঢাকার ডেমরা থানার থুলথুলিয়া গ্রামের মো. আবেদ আলী মোল্লার ছেলে এবং মহরম আলী সিলেট সদরের খরপাড়া মীরাবাজার এলাকার মৃত লোকমান খানের ছেলে। পুলিশি জিজ্ঞাসাবাদে আটক রুবেল ও মহরম জানায়, ভৈরব থেকে ময়মনসিংহে গাঁজার চালানটি নিয়ে যাওয়া হচ্ছিল।
পুলিশ জানায়, গোপন সংবাদে জানাতে পারি ভৈরব থেকে ময়মনসিংহে একটি প্রাইভেট কারে করে গাঁজা পাচার করা হচ্ছে। এমন খবর পেয়ে কিশোরগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আনোয়ার ও কিশোরগঞ্জ সদর মডেল থানার ওসি মো. আবুবকর সিদ্দিক এর নেতৃত্বে পুলিশ কিশোরগঞ্জ-ময়মনসিংহ মহাসড়কের কিশোরগঞ্জ সদর উপজেলার কাটাবাড়িয়া এলাকায় চেকপোস্ট বসায়। শুক্রবার (৫ জুলাই) রাত ১২টার দিকে প্রাইভেট কারটি চেকপোস্ট অতিক্রম করার চেষ্টা করার সময় আটক করে তল্লাসি চালানো হয়।
এ সময় প্রাইভেটকারের ভেতরে থাকা দুইটি চটের বস্তায় মোট ৮টি প্যাকেটে ৩০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে প্রাইভেট কার চালক মো. রুবেল ও বাহক মহরম আলীকে আটকের পর প্রাইভেট কার ও গাঁজাসহ তাদের কিশোরগঞ্জ সদর মডেল থানায় নিয়ে যাওয়া হয়।
কিশোরগঞ্জ সদর মডেল থানার ওসি মো. আবুবকর সিদ্দিক ঘটনার সত্যততা স্বীকার কওে পিবিএকে জানান, আটককৃত ৩০ কেজি গাঁজার আনুমানিক মূল্য প্রায় সাড়ে তিন লাখ টাকা। এ ঘটনায় এসআই পল্লব কুমার সরকার বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কিশোরগঞ্জ সদর মডেল থানায় মামলা করেছেন।
পিবিএ/তোফায়েল/হক