কিশোরগঞ্জে পাসপোর্ট করতে গিয়ে রোহিঙ্গা যুবক ধরা

পিবিএ,কিশোরগঞ্জ: পরিচয় গোপন করে কিশোরগঞ্জে পাসপোর্ট করতে গিয়ে সাদেক হোসেন নামে এক রোহিঙ্গা যুবক ধরা পড়েছেন। বুধবার (২ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে কিশোরগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিস থেকে তাকে আটক করা হয়।

কিশোরগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক মোহাম্মদ আনিসুর রহমান জানান, সাদেক হোসাইন নামে এক যুবক বেলা ১১টার দিকে বাবা-মায়ের ভুয়া পরিচয়পত্র তৈরি করে নিজের নামে পাসপোর্ট করতে আসেন। তাকে জিজ্ঞাসাবাদে ভাষায় মিল না থাকায় চ্যালেঞ্জ করা হয়। এ সময় প্রতারণার মাধ্যমে পাসপোর্ট করতে আসার কথা স্বীকার করেন সাদেক হোসাইন। তিনি কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার নিয়ামতপুর গ্রামের ঠিকানা ব্যবহার করেন।

চট্টগ্রাম থেকে এসে রোহিঙ্গা নাগরিক সাদেক হোসাইন শহরের জনৈক ইমাম হোসেনের সহযোগিতায় পাসপোর্ট করার চেষ্টা করেন বলে জানায় পুলিশ। তাকে কিশোরগঞ্জ মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

কিশোরগঞ্জ মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান জানান, এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।

পিবিএ/এসড

আরও পড়ুন...