
এশিয়া কাপের সবচেয়ে আকর্ষণীয় ম্যাচে আজ মুখোমুখি ভারত-পাকিস্তান। শ্রীলংকার ক্যান্ডিতে চলমান ম্যাচে শুরুতেই চার উইকেট হারিয়ে চাপে পড়েছিল ভারত। তবে ধ্বংসস্তূপে দাঁড়িয়ে লড়ছেন ঈশান কিষাণ, তুলে নিয়েছেন ফিফটি।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ভারতের সংগ্রহ ২৮.২ ওভারে চার উইকেটে ১৪১ রান।
পাল্লেকেলেতে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। তার সঙ্গে ইনিংস উদ্বোধনে নামেন শুভমান গিল। শুরু থেকেই দেখে খেলতে থাকেন দুজন। ইনিংসের চার ওভার শেষ হতেই বৃষ্টি নামা শুরু হয়।
আরো দুই বল হতেই খেলা বন্ধের ঘোষণা দেন আম্পায়াররা। কিছুক্ষণ বিরতি শেষে ম্যাচ শুরু হয়। এ সময় ইনিংসের পঞ্চম ওভারের শেষ বলে ১১ রানে বোল্ড হন রোহিত। নিজের পরের ওভারে আবার আঘাত হানেন আফ্রিদি। এবার বিরাট কোহলিকে বোল্ড করেন তিনি।
সাজঘরে ফেরার আগেকোহলি করেন মাত্র ৪ রান। চারে নেমে ১৪ রানের বেশি করতে পারেননি শ্রেয়াস আইয়ার। তিনি ফেরার পর দ্বিতীয়বারের মতো বৃষ্টি বাধায় থামে ম্যাচ। এবারও অল্প সময়ের বিরতিতেই মাঠে গড়ায় খেলা।
ম্যাচ মাঠে গড়াতেই ফের উইকেটের পতন। এবার শুরু থেকে ধরে খেলা গিলকে ফেরান রউফ। তিনি করেন ১০ রান। মাত্র ৬৬ রানে ৪ উইকেট হারিয়ে বেশ বিপদে পড়ে ভারত। এ সময় দলের হাল ধরেন ঈশান কিষাণ ও হার্দিক পান্ডিয়া।
শাদাব খানের বলে এক রান নিয়ে ফিফটি পূরণ করেন কিষাণ। তাকে যোগ্য সঙ্গ দেওয়া পান্ডিয়া অপরাজিত আছেন ৩৬ রানে। দুজনের ব্যাটে এখন লড়াকু সংগ্রহের দিকে এগোচ্ছে রোহিত শর্মার দল।