কিসের করোনা ভয়, পেটের তাগিদে শ্রমিক অবরোধ চলছেই

পিবিএ, ঢাকা : আজও রাজধানীর বিমানবন্দরের সামনে মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ করেছে পোশাক শ্রমিকরা।

শ্রমিকদের ভাষ্য, করোনা সংক্রমনের ভয়ের চাইতে তাদের পেটের ক্ষুধা আরো প্রকট। বেতন না পেলে পরিবার নিয়ে না খেয়ে থাকতে হবে।

দক্ষিণ খান এলাকার রেদোয়ান গার্মেন্টস এর শ্রমিকরা ৪ মাসের বকেয়া বেতনের দাবিতে এই অবরোধ করে।
শ্রমিকদের ভাষ্য, বকেয়া বেতন তারা পাচ্ছে না। সরকার নির্ধারিত সময়ে বেতন পরিষোধ না করলেও ঝুকিতে তাদের কারখানাও চলছে।

 

সরজমিনে দেখা গেছে, দক্ষিণ খান এলাকার রেদোয়ান গার্মেন্টস এর শ্রমিকরা ৪ মাসের বকেয়া বেতনের দাবিতে বিমানবন্দরের সামনে অবরোধ করেছে। একই গ্রুপের আরো চারটি কারখানার শ্রমিকও রয়েছে। প্রখর রোদে তপ্ত পিচঢালা পথে বসে আছে শ্রমিকরা। বিমানবন্দর থানার পুলিশ বুঝিয়ে অবরোধ তুলে নেয়ার চেষ্টা করে যাচ্ছে।

কয়েকজন শ্রমিক পিবিএকে বলেন, আমরা করোনাকে ভয় পাব কোন সময়। পেটের ক্ষুধায় মরার অবস্থা। জানুয়ারী থেকে চলতি মাস সহ ৪ মাসের বেতন পাওনা। কিন্তু কারখানার মালিক কারো কথাই কর্ণপাত করেনা। বেতন পাবার দাবি না মানা পর্যন্ত তারা সড়ক থেকে যাবে না।

দেখা গেছে, শ্রমিকরা জরুরী এম্বুলেন্স ও প্রশসনের গাড়ি ছাড়া কোন গাড়িই চলাচল করতে দিচ্ছে না। কিছু যানবাহন বিমানবন্দরের ভিতর রাস্তা দিয়ে যাচ্ছিল। তখন শ্রমিকরা হাতে হাত ধরে রাস্তায় প্রতিন্ধকতা সৃষ্টি করে।

বিমানবন্দর থানার ওসি অপারেশন মোঃ নুর মোহাম্মদ পিবিএকে বলেন, আমরা শ্রমিকদের বুঝানোর চেষ্টা করছি। তারা কোন কথাই শুনছে না। যেহেতু দক্ষিণ খান এলাকার ঘটনা মালিক পক্ষের সাথে যোগাযোগ করার চেষ্টা হচ্ছে।

পিবিএ/মোহাম্মদ আলম

আরও পড়ুন...