কি করলে ভালো থাকবে হার্ট?

পিবিএ ডেস্ক: হার্ট ভালো রাখা খুবই জরুরি। কারণ হার্ট ভালো থাকলে আপনি সুস্থ থাকবেন।আর হার্ট ভালো রাখতে হলে বেশি করে আঁশযুক্ত খাবার খেলে হৃদরোগের ঝুঁকি কমে যাবে।

তবে হার্ট শত্রু কাঁচা লবণ। তাই কাঁচা লবণ না খাওয়াই ভালো। খবর- বিবিস বাংলা।

কী খাবেন?

সপ্তাহে অন্তত একদিন এমন মাছ খেতে হবে যাতে প্রচুর তেল আছে। ক্রিস্প ও বিস্কিটের বদলে নানা ধরনের বাদাম ও বীজ খেতে পারেন।

এছাড়া যেসব খাবারে ভিটামিন ও খনিজ পদার্থ বেশি থাকে সেগুলো আমাদেরকে সুস্থ রাখতে সাহায্য করে। শুধু তাই নয়, এসব খাবার হৃদরোগের ঝুঁকিও কমিয়ে দেয়।

যদি চিনি, লবণ, স্যাচুরেটেড চর্বিযুক্ত খাবার কম খান। ভিটামিন ও মিনারেল আছে এরকম খাবার বেশি খান তাহলে আবার মোটা হয়ে যাওয়ার সম্ভাবনাও কম।

ব্রিটেনে স্বাস্থ্য সেবা দেওয়া হয় যে এনএইচএস থেকে তাদের পরামর্শ হলো দিনে সর্বোচ্চ ৬ গ্রাম (এক চা চামচের পরিমাণ) লবণ খাওয়া যেতে পারে।

যেসব বিষয় খেয়াল রাখতে হবে

১. প্রতিদিন ৭ থেকে ৯ ঘণ্টা ঘুমাতে হবে।

২. সপ্তাহে অন্তত আড়াই ঘণ্টা ব্যায়াম করুন।

৩. মানসিক চাপ কমিয়ে ফেলুন।

৪. ধূমপান ছেড়ে দিন।

পিবিএ/ইকে

আরও পড়ুন...