কুড়িয়ে পাওয়া পারফিউমের শিশি বিস্ফোরণে শিশুর কব্জি বিচ্ছিন্ন

রাজধানীর কদমতলীতে কুড়িয়ে পাওয়া খালি পারফিউম এর শিশি বিস্ফোরণে নুর ইসলাম (৮) নামে এক শিশুর হাতের কব্জি থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। রোববার (২ ফেব্রুয়ারী) বিকালে কদমতলীর জাপানি বাজার বাসার সামনে এ ঘটনা ঘটে।

গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা পর তাকে পাঠানো হয় জাতীয় অর্থপেডিক হাসপাতালে (পঙ্গু)।

ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক আহতের বিষয়ে নিশ্চিত করেছেন।

ঢামেক হাসপাতালে নিয়ে আসা আহত শিশুটির মা বিউটি আক্তার বলেন, তার ছেলে বাসার পাশে ময়লা আবর্জনা থেকে একটি বডি স্প্রে জাতীয় একটি শিশি কুড়িয়ে পাই। শিশিটি বাসায় নিয়ে এসে নাড়াচাড়া করতেই শিশিটি বিস্ফোরণ ঘটে। এতে ওই রুমে ভেতর ধোঁয়ার সৃষ্টি হয়। এবং তার মুখমন্ডল ও ডান হাত ক্ষতি গ্রস্ত হয়। হাতটি কব্জি থেকে প্রায় বিচ্ছিন্ন হয়ে যায়। পরে হাসপাতালে নিয়ে আসা হয়।

শিশুটির বাবা রিকশা চালক টিপু ও তার মা বাসা বাড়িতে কাজ করেন। তাদের গ্রামের বাড়ি ময়মনসিংহ জেলার তারাকান্দি উপজেলার চর-ফরিদপুরে।

আরও পড়ুন...