পিবিএ,ঢাকা: ফোক গানের জনপ্রিয় শিল্পী কুদ্দুস বয়াতি গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর বক্ষব্যাধি হাসপাতালে চিকিৎসাধীন। তিনি ফুসফুস সমস্যায় ভুগছেন, সঙ্গে খাদ্যনালী বন্ধ হয়ে গেছে। গত সাত-আট দিন ধরেই তিনি কোনো প্রকার খাবার খেতে পারছেন না। অবস্থার অবনতি ঘটলে গত রোববার তাকে হাসপাতালে ভর্তি করা হয় বলে দেশ রূপান্তরকে জানিয়েছেন তার ছেলে আলমগীর।
জাতীয় বক্ষব্যাধি হাসপাতালে ডা. মান্না দেব বিশ্বাসের অধীনে বর্তমানে কুদ্দুস বয়াতি চিকিৎসাধীন রয়েছেন বলে জানিয়েছেন তার ছেলে।
এদিকে আর্থিক সংকটে ভুগছে কুদ্দুস বয়াতির পরিবার। আলমগীর বলেন, ‘বাবার অবস্থা খুব খারাপ। ডাক্তাররা বলেছেন দেশের বাইরে নিয়ে চিকিৎসা করাতে। তারা সিঙ্গাপুর নিয়ে যেতে বলেছেন। এ ক্ষেত্রে প্রায় ৬০-৭০ লাখ টাকার মতো খরচ হবে। এত টাকা তো আমাদের কাছে নেই। আমরা খুব বিপদে আছি।’
প্রধানমন্ত্রীর অর্থ সহায়তা দরকার উল্লেখ করে আলমগীর বলেন, ‘গত নভেম্বরে প্রধানমন্ত্রী আমার বাবাকে ২০ লাখ টাকার একটি সঞ্চয়পত্র দিয়েছিলেন। যেটা দিয়ে নির্দিষ্ট সময় পরপর ৫০ হাজার টাকা করে তোলা যায়। কিন্তু এখন তো আমাদের প্রচুর নগদ টাকার প্রয়োজন হচ্ছে। সেই সঞ্চয়পত্র আর কাজে লাগছে না। সে জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রীর নিকট আকুল আবেদন জানাই, তিনি যেন আমার বাবার চিকিৎসায় সরাসরি সাহায্য করেন। না হলে আমার বাবাকে বাঁচানো সম্ভব হবে না।’
সর্বশেষ ৮ ফেব্রুয়ারি কনসার্ট করেছিলেন কুদ্দুস বয়াতি। নিজের চিকিৎসার জন্য অর্থ সংগ্রহ করতেই বুয়েটের সেই কনসার্টে অংশ নেন বয়াতি। তারপর থেকেই শারীরিকভাবে আরও দুর্বল হয়ে পড়েন তিনি।
পিবিএ/জেআই