ইমরান হোসাইন,কুবি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ইনস্টিটিউশনাল কোয়ালিটি এস্যুরেন্স সেল (আইকিউএসি) কর্তৃক আয়োজিত কর্মকর্তাদের নিয়ে “Good Governance and Innovation” শীর্ষক দুই দিনব্যাপি প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। আজ বুধবার (২৪ নভেম্বর) সকাল ৯.০০ ঘটিকায় কুবি ভার্চুয়াল ক্লাস রুমে উক্ত প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়।
প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. এমরান কবির চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ হুমায়ূন কবির। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইকিউএসি এর পরিচালক প্রফেসর ড. বিশ্বজিৎ চন্দ্র দেব এবং অনুষ্ঠানটি কো-অর্ডিনেট করেন আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক ড. বনানী বিশ্বাস।
অনুষ্ঠানের প্রধান অতিথি মাননীয় উপাচার্য প্রফেসর ড. এমরান কবির চৌধুরী তাঁর বক্তব্যে বলেন, প্রশিক্ষণ মানেই দক্ষতা অর্জন।প্রশিক্ষণের কোন বিকল্প নেই। প্রশিক্ষণ ছাড়া বর্মের দক্ষতা বৃদ্ধি পায় না। আমরা প্রশিক্ষণের মাধ্যমেই যোগ্যতা অর্জন করেছি। আপনারা যারা প্রশিক্ষণে অংশগ্রহণ করেছেন, তারা মনোযোগ দিয়ে প্রশিক্ষকের বক্তব্য শুনবেন।
তিনি আরও বলেন, আমরা সকলে সরকারী কর্মচারী বিধায় সরকারী নীতিমালা অনুযায়ী কর্ম সম্পাদন করা আমাদের কর্তব্য। আপনারা সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে কুমিল্লা বিশ্ববিদ্যালয়কে দেশের সেরা বিশ্ববিদ্যালয় রূপান্তরে সর্বাত্মক সহযোগিতা করবেন বলে আমি আশাবাদী।
অনুষ্ঠানের বিশেষ অতিথি মাননীয় উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ হুমায়ুন কবির বলেন, উপাচার্য মহোদয়ের আন্তরিকতা, প্রচেষ্টা ও নিষ্ঠায় কুমিল্লা বিশ্ববিদ্যালয় এগিয়ে যাচ্ছে। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভিশন