ইমরান হোসাইন,কুবি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীদের জন্য নির্ধারিত বিআরটিসির ভাড়া বাসগুলোতে ‘স্টাফ’ উল্লেখ করা থাকে। ফলে বিশ্ববিদ্যালয়ে পৌঁছানোর ক্ষেত্রে বিভিন্ন স্টপেজ থেকে বাসে উঠতে গিয়ে বিড়ম্বনায় পড়তে হয় শিক্ষার্থীদের।
শিক্ষার্থীদের সাথে কথা বলে জানা যায়, বিআরটিসির স্টুডেন্ট বাসগুলোতে ‘স্টাফ’ উল্লেখ করা থাকে। ফলে অনেক সময় পর্যাপ্ত পরিমাণে বাস থাকা স্বত্বেও শিক্ষার্থীরা স্টাফ বাস মনে করে বাসে ওঠে না।
বিশ্ববিদ্যালয়ের পরিবহন পুলের তথ্য মতে, বিশ্ববিদ্যালয়ের স্টাফদের জন্য বিশ্ববিদ্যালয়ের নিজস্ব একটি বাস নির্দিষ্ট রয়েছে। এছাড়া স্টাফদের জন্য অন্য কোন বাস নেই।
বিশ্ববিদ্যালয়ের পরবিহন পুল কুবি গ্রুপে একাউন্টিং এন্ড ইনফর্মেশন সিস্টেমস বিভাগের শিক্ষার্থী হাবিব হৃদয় বলেন, ‘স্টুডেন্টদের সার্ভিস দেওয়া সবগুলো বাসে “স্টাফ বাস” লিখার যৌক্তিকতা কই! দ্রুত কর্তৃপক্ষকে ব্যবস্থা নেয়ার আহ্বান জানাচ্ছি।
বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষার্থী সাইদুল আলম বলেন, পর্যাপ্ত বাস থাকা সত্ত্বেও অনেক সময় স্টাফ লেখা দেখে বাসে উঠি না। এই বিভ্রান্তি দ্রুত সমাধান করা হোক।
তবে পরবিহন পুলের তথ্য মতে বিশ্ববিদ্যালয়ের স্টাফদের জন্য বিশ্ববিদ্যালয়ের নিজস্ব একটি বাস রয়েছে শুধু। বিআরটিসির কোন বাস স্টাফদের জন্য বরাদ্ধ নয়।
সার্বিক বিষয়ে পরিবহন পুলের প্রশাসনিক কর্মকর্তা জাহিদুল আলম বলেন, শিক্ষার্থীদের বাসে ‘স্টাফ বাস’ লেখা দেখতে বেমানান তবে এই ব্যাপারে বিআরটিসি কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করা হয়েছে তারা আশ্বাস দিয়েছে পরিবর্তন করে দিবে।