পিবিএ,কুমিল্লা: আবারো কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে নির্মাণাধীন অংশ থেকে পা পিছলে নিচে পড়ে গুরুতর আহত হয়েছেন এক নির্মাণশ্রমিক। বৃহস্পতিবার (৩১ জানুয়ারি) দুপুরে এই ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী নির্মাণ শ্রমিকরা জানান, প্রতিদিনের মতই বৃহস্পতিবারেও চলছিল হলের বর্ধিত অংশের নির্মাণ কাজ। দুপুর এক টার দিকে অসাবধানতাবশত নির্মাণ শ্রমিক শিমুল (৩৫) পা পিছলে চারতলা থেকে নিচে পড়ে যান। গুরুতর আহত অবস্থায় তাকে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে নিয়ে যাওয়া হলে সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে আহত শিমুলকে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালে পাঠানো হয়।
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে কর্তব্যরত প্রশাসনিক কর্মকর্তা মোঃ আলী হাসান নেওয়াজ জানিয়েছেন, ‘আহত শ্রমিকের বুকে এবং পায়ে ফ্র্যাকচার দেখা দিয়েছে। ভালো চিকিৎসার জন্যই তাকে কুমেক হাসপাতালে পাঠিয়েছি ।
প্রসঙ্গত, এর আগেও গত ২ ডিসেম্বর একই হলের চার তলা থেকে পড়ে আরও একজন শ্রমিক গুরুতর আহত হয়।
পিবিএ/এমএসএম