কুবির স্কিল ডেভেলপমেন্ট ক্লাবের কমিটি ঘোষণা

পিবিএ,কুবি প্রতিনিধি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ‘স্কিল ডেভেলপমেন্ট ক্লাব অফ কুমিল্লা ইউনিভার্সিটি (এসডিসি)’ সংগঠনের ৭ সদস্য বিশিষ্ট আংশিক প্রথম কার্যনির্বাহী কমিটির ঘোষণা করা হয়েছে।

কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মার্কেটিং বিভাগের ১৪তম ব্যাচের শিক্ষার্থী মোঃ মুজাহিদুল ইসলাম চৌধুরী এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের ১৪ব্যাচের শিক্ষার্থী হাছিন মাহতাব মাহিন।

মঙ্গলবার (৮ অক্টোবর) এই কমিটি ঘোষণা করা হয়।

কমিটিটিতে সহ সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মার্কেটিং বিভাগের ১৪তম ব্যাচের তানজিম আহমেদ ও হুরে জান্নাত অর্ণা, যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন পরিসংখ্যান বিভাগের ১৫তম ব্যাচের খান মোহাম্মদ সালেহ্, সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন হিসাববিজ্ঞান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের ১৫তম ব্যাচের শিক্ষার্থী মীর আবু জাফর এবং অর্থ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন মার্কেটিং বিভাগের ১৫তম ব্যাচের আনিকা তাবাসসুম সাদিয়া।

ক্লাবটির সভাপতি মোঃ মুজাহিদুল ইসলাম চৌধুরী বলেন, ক্লাবটির মূল উদ্দেশ্য শিক্ষার্থীদের বিভিন্ন বিষয়ে দক্ষতার উন্নয়ন ও বিভিন্ন পরিবর্তনশীল সমস্যা সমাধানে দক্ষতার পরিচয় দিতে শিক্ষাগত উন্নতি করা। শিক্ষার্থীদের ব্যক্তিগত এবং পেশাগত উন্নয়নকে উৎসাহিত করার জন্য এটি একটি প্ল্যাটফর্ম যা বিভিন্ন প্রচেষ্টায় সফলতার জন্য প্রয়োজনীয় মৌলিক দক্ষতাগুলো বিকাশ করতে সহায়তা করবে। এবং পরবর্তীতে চাকরির সম্ভাবনা, নেতৃত্বের সক্ষমতা এবং উদ্যোগী মানসিকতা গড়ে তোলার জন্য বিভিন্ন উদ্যোগের মধ্যে নিয়োজিত থাকবে।’

উল্লেখ্য, চলতি বছরের গত ৪ জুন ক্লাবটির প্রতিষ্ঠা ঘোষণা করা হয়। যার মূল স্লোগান “এমপাওয়ারিং মাইন্ডস, কাল্টিভেটিং স্কিলস, ট্রান্সফর্মিং ফিউচার্স”।

আরও পড়ুন...