কুবি কর্মকর্তা পরিষদের দায়িত্ব হস্তান্তর

পিবিএ,কুবি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে কর্মকর্তা পরিষদের দায়িত্ব হস্তান্তর ও গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (০৯ এপ্রিল) বিকালে প্রশাসনিক ভবনের ৪১১ নং কক্ষে নতুন কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করে সদ্য বিদায়ী কমিটির নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে কর্মকর্তা পরিষদের সভাপতি জিনাত আমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী এবং বিশেষ অতিথি ছিলেন রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মোঃ আবু তাহের। এছাড়াও বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ড. মোঃ শামীমুল ইসলাম, সাধারণ সম্পাদক কাজী ওমর সিদ্দিকী, বিজ্ঞান অনুষদের ডিন ড. এ. কে. এম. রায়হান উদ্দিন, নৃবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক এন. এম. রবিউল আউয়াল চৌধুরীসহ বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ, কর্মকর্তা পরিষদের সদ্য বিদায়ী কমিটির সাধারণ সম্পাদক মোঃ আব্দুল লতিফ, নব নির্বাচিত সাধারণ সম্পাদক মোহাম্মদ জাকির হোসেন, কমিটির অন্যান্য নেতৃবৃন্দ, শাখা ছাত্রলীগ সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বিশ্বিবিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, কর্মচারী প্রমুখ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ২৪ মার্চ কুমিল্লা বিশ^বিদ্যালয় কর্মকর্তা পরিষদের নতুন কার্যনির্বাহী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে ১৫টি পদের বিপরীতে দুই প্যানেল থেকে মোট ৩০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করে। নতুন এ কার্যনির্বাহী কমিটি দুই বছর দায়িত্ব পালন করবে।

পিবিএ/জেআই/হক

আরও পড়ুন...