কুবি শিক্ষার্থীদের টিকায় ধীরগতি, বিশ্ববিদ্যালয় খােলা নিয়ে শঙ্কা

ইমরান হোসাইন,কুবি: করােনাকালের দীর্ঘ বন্ধের পর অবশেষে ২৭ সেপ্টেম্বর থেকে বিশ্ববিদ্যালয়গুলাে খোলে দেওয়ার অনুমতি মিলেছে। এরই মধ্যে নিজস্ব ব্যবস্থাপনায় ভিন্ন ভিন্ন তারিখে অনেক বিশ্ববিদ্যালয় খােলার ঘােষণাও এসেছে। তবে, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একটি বড় অংশের প্রথম ডােজ টিকাই এখনও নিশ্চিত না হওয়ায় দ্রুততম সময়ে বিশ্ববিদ্যালয়টি খােলা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে।

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মাে. আবু তাহের জানিয়েছেন, এই পর্যন্ত পাওয়া তথ্যমতে, আমাদের ১০ শতাংশ শিক্ষার্থীও টিকা দেয়নি। টিকার প্রথম ডােজ নিশ্চিত করে তারপর বিশ্ববিদ্যালয় খোলতে হবে।

খোঁজ নিয়ে দেখা গেছে, টিকা নেয়ার ক্ষেত্রে অনেক বিশ্ববিদ্যালয়ের থেকেই পিছিয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সম্প্রতি আবারও টিকা রেজিস্ট্রেশন করতে না পারা শিক্ষার্থীদের তালিকা সংগ্রহ করেছে বিশ্ববিদ্যালয়। কতৃপক্ষ জানিয়েছে, এবার দ্রুতই টিকা পেয়ে যাবেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের টিকা পাওয়া সহজ করতে বিশ্ববিদ্যালয়ে বুথ স্থাপনের পরিকল্পনাও
চলছে বলে জানানাে হয়েছে।

বিশ্ববিদ্যালয়টি খােলার ব্যাপারে উপাচার্য প্রফেসর ড. এমরান কবির চৌধুরী বলেন, আমরা বিশ্ববিদ্যালয় খুলে দিতে চাই। আজকে রাতে সভা থেকে টিকার ব্যাপারে তথ্য জানতে পারবাে। এরপর সামনে ১১ তারিখ সিন্ডিকেট সভা আছে, এর আগে অ্যাকাডেমিক কাউন্সিলের সভা আছে সেখানে একটা সিদ্ধান্ত হবে। আমার শিক্ষার্থীদের বলবাে, তারা যেন দ্রুত রেজিস্ট্রেশন করে ফেলে। তারা রেজিস্ট্রেশন করে ফেললে আমরা বিশ্ববিদ্যালয়েই বুথ স্থাপন করে তাদের টিকা দিয়ে ফেলতে পারবাে।

আরও পড়ুন...