কুমারী-প্রতীকে মাতৃরূপে অবস্থিতা সর্বব্যাপী ঈশ্বরেরই মাতৃভাবের আরাধনা। কুমারীতে সমগ্র মাতৃজাতির শ্রেষ্ঠ শক্তি-পবিত্রতা, সৃজনী ও পালনী শক্তি, সব কল্যাণী শক্তি সূক্ষ্মরূপে বিরাজিতা। তাই কুমারী পূজা। নারীর প্রতি হবে শ্রদ্ধা দেখাতে কুমারী পূজা পালন করে থাকে সনাতন ধর্মালম্বীরা। চট্টগ্রাম নগরের পাথরঘাটা রাধাগোবিন্দ ও শান্তনেশ্বরী মাতৃমন্দিরে ১১ কুমারীকে দেবি রুপে মায়ের পূজা করা হয়। রোববার, ২২ অক্টোবর। ছবি : পিবিএ/এম. ফয়সাল এলাহীন