কুমিল্লার চৌদ্দগ্রামে বন্যার্তদের র‌্যাবের মানবিক সহায়তা প্রদান

পিবিএ,ঢাকা: সাম্প্রতিক সময়ে কয়েক দিনের ভারী বৃষ্টি এবং পাহাড়ি ঢলের কারণে কুমিল্লা জেলার চৌদ্দগ্রামসহ বেশ কিছু অঞ্চল বন্যায় প্লাবিত হয়েছে। স্মরণকালের সবচেয়ে ভয়াবহ বন্যার সর্বগ্রাসী রূপ দেখলো কুমিল্লা জেলাবাসী। কয়েকদিনের ভারী বর্ষণে ডুবে গেছে কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার অধিকাংশ এলাকার বাড়ি ঘর, রাস্তাঘাট, স্কুল, কলেজ, মাদ্রাসাসহ বিভিন্ন প্রতিষ্ঠান।

সোমবার (২ সেপ্টেম্বর) দিনব্যাপী র‌্যাব-১১ কর্তৃক কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার গুনবতী এলাকায় বানভাসি অসহায় মানুষের মাঝে মানবিক সহায়তা প্রদান করা হয়। উক্ত মানবিক সহায়তা প্রদানকালে শতাধিক বন্যা দুর্গত পরিবারের মাঝে পর্যাপ্ত পরিমান চাল, ডাল, আলু, তৈল, চিনি, গুড়ো দুধ, সুজি, বিস্কুট, চানাচুর, মুড়ি, স্যানিটারী ন্যাপকিন, ওরস্যালাইন, লবন ও সুপেয় পানি বিতরণ করা হয়।

বন্যা এবং বন্যা পরবর্তী সময়ে খাদ্য সংকট, পানীয় জলের দুষ্প্রাপ্যতা এবং বিভিন্ন ধরণের পানিবাহিত রোগের ব্যপারে র‌্যাব ফোর্সেস জনমানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছে।

বন্যায় ক্ষতিগ্রস্থ মানুষদেরকে যে কোন মানবিক সহায়তা প্রদানে র‌্যাবের প্রতিটি সদস্য দেশাত্মবোধ, নিষ্ঠা ও আন্তরিকতার সাথে কাজ করে যাচ্ছে। র‌্যাব ফোর্সেস এর বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ ও প্রয়োজনীয় ঔষধ প্রদানসহ উদ্ধার কার্যক্রম অব্যাহত থাকবে।

আরও পড়ুন...