কুমিল্লার দেবিদ্বারে ১০ হাজার পরিবারে ত্রাণ বিতরণ

পিবিএ,কুমিল্লা: কুমিল্লার দেবিদ্বারের নবিয়াবাদ এলাকায় ১০ হাজার হতদরিদ্র পরিবারের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে ঢাকা গ্রুপ। সোমবার সকাল ১১ টায় জেলার দেবিদ্বার উপজেলার নবিয়াবাদে আয়োজিত ত্রাণ বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সমাজ সেবক আবুল কালাম আজাদ।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ ও প্রশাসনের কর্মকর্তারা। এছাড়া মধ্যবিত্ত পরিবারের জন্য ২৫ টাকা মূল্য পরিবার প্রতি ২০ কেজি দরে চাল দিয়ে যাবার ঘোষণা দেয়া হয়। এবং একটি হটলাইন নাম্বার চালু করা হয়েছে যা করোনা কালীন সময়ে ত্রাণের জন্য যে কেউ এ সেবা নিতে পারবে।
পিবিএ/মনির হোসেন/এএম

আরও পড়ুন...