কুমিল্লার হোমনায় যুবককে কুপিয়ে হত্যা

পিবিএ/কুমিল্লা: কুমিল্লার হোমনায় নাছির নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বুধবার উপজেলার হাতিকাটা নামক একটি বিল থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত নাছির উপজেলার দৌলতপুর গ্রামের ছাত্তার মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার রাতে দুর্বৃত্তরা তাকে বাড়ি থেকে এক কিলোমিটার দূরে হাতিকাটা বিলে নিয়ে, ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাকে হত্যা করে। সকালে ওই বিলে স্থানীয়রা নিহত ওই যুবকের লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করে।

হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মো. ফজলে রাব্বী জানান, নিহত ওই যুবকের মাথা ও গলাসহ বিভিন্নস্থানে জখম রয়েছে। পূর্ব শত্রুতার জের ধরে তাকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

দ্রুত হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করে জড়িতদের গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসা হবে বলেও জানান ওসি।

পিবিএ/এমএসএম

আরও পড়ুন...